৭ জানুয়ারি, ২০২৩ ২১:০৩

শ্রীলঙ্কার জালে বাংলাদেশের ১৪ গোল

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার জালে বাংলাদেশের ১৪ গোল

সংগৃহীত ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে এএইচএফ কাপ জুনিয়র টুর্নামেন্টে বড় জয় পেয়েছে বাংলাদেশ। লঙ্কানদের জালে একে একে ১৪টি গোল করেছে লাল-সবুজের দল। তবে একটি গোলও শোধ করতে পারেনি শ্রীলঙ্কা দল।

এদিন আমিরুল ইসলাম সর্বোচ্চ ছয়, হাসান তিন, হোসেন ও জয় জোড়া গোল এবং আলী এক গোল করেন। ম্যাচের ৭ মিনিটে মোঃ জয় ফিল্ড গোল করেন। মিনিট পাঁচেক পরে আরেকটি ফিল্ড গোল হয়। এবার গোলদাতা হাসান। প্রথম কোয়ার্টার শেষ হয় ২-০ গোলে।

দ্বিতীয় কোয়ার্টারের প্রথম তিন মিনিটে হ্যাটট্রিক করেন আমিরুল ইসলাম। তিন মিনিটের তিনটি গোলই হয়েছে পেনাল্টি কর্নার থেকে। এই কোয়ার্টারে ৬টি গোল পায় বাংলাদেশ। পরের তিনটি ফিল্ড গোল। ২১ মিনিটে আলী মোহাম্মদ, ২৪ ও ২৭ মিনিটে মোঃ হোসেন জোড়া গোল করেন। ৮-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। 

তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ আরো পাঁঁচ গোল পায়। শেষ কোয়ার্টারে আরো এক গোল করলে ১৪-০ গোলের বিশাল জয় পায় বাংলাদেশ। 

বাংলাদেশের পরবর্তী ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে। জুনিয়র এশিয়া কাপে দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল সেমিফাইনাল খেলবে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর