৭ জানুয়ারি, ২০২৩ ২৩:৪১

সূর্যকুমারের বিধ্বংসী ব্যাটিংয়ে লঙ্কানরাদের বিরুদ্ধে টি-২০ সিরিজ ভারতের

অনলাইন ডেস্ক

সূর্যকুমারের বিধ্বংসী ব্যাটিংয়ে লঙ্কানরাদের বিরুদ্ধে টি-২০ সিরিজ  ভারতের

সূর্যকুমার যাদবের বিধ্বংসী ব্যাটিংয়ে ভারতের বিপক্ষ দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কা

সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদবের বিধ্বংসী ব্যাটিংয়ে ভারতের বিপক্ষে ৯১ রানে হেরেছে  শ্রীলঙ্কা। এর মধ্য দিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল হার্দিক পান্ডিয়ার দল।

রাজকোটে টসে জিতে ব্যাটিং নিতে চেয়েছিল দুই দলের অধিনায়কই। টস–ভাগ্য হার্দিক পান্ডিয়ার পক্ষে গেলে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। 

রাহুল ট্রিপাঠির ১৬ বলে ৩৫ রানের ইনিংসে পাওয়ার প্লেতে ৫৩ রান তোলে ভারত। রাহুল যেখানে শেষ করেন, সেখান থেকেই শুরু করেন সূর্যকুমার। শুবমান গিলকে সঙ্গে নিয়ে গড়েন ৫৩ বলে ১১১ রানের জুটি। গিল করেন ৪৬ রান। ৪৩ টি-টোয়েন্টির ক্যারিয়ারে তৃতীয়বারের মতো শতক করেছেন সূর্যকুমার। শেষ দিকে অক্ষর প্যাটেলে ২১ রানের ঝড়ো ইনিংসে ২২৮ রান তোলে ভারত।

এর জবাবটা অবশ্য ভালোই দিচ্ছিল লঙ্কানরা। প্রথম ৬ ওভারে স্কোরবোর্ড তারা তোলে ৫১ রান। এর পরের কৃতিত্ব ভারতীয় বোলারদের। পান্ডিয়া, আর্শদীপ সিংরা লঙ্কানদের বড় জুটিই গড়তে দেননি। আর্শদীপ নিয়েছেন ৩ উইকেট। উমরান মালিক, পান্ডিয়া, চাহাল নিয়েছেন দুটি করে উইকেট। সূর্যকুমারের সামনে দাঁড়াতেই পারল না লঙ্কানরা।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর