১ ফেব্রুয়ারি, ২০২৩ ২২:০৫

টি-টোয়েন্টিতে প্রথম শতরান শুভমনের

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টিতে প্রথম শতরান শুভমনের

টি-টোয়েন্টিতে প্রথম শতরান শুভমনের

টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের তরুণ ওপেনার শুভমন গিল প্রথম শতরানের দেখা পেয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার ষষ্ঠ শতরান। এর আগে টেস্টে একটি এবং একদিনের ক্রিকেটে চারটি শতরান ছিল শুভমনের। ডাবল সেঞ্চুরিও করেছিলেন তিনি।

বুধবার আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে শুভমনের ব্যাটে ভর করে ভারত ২০ ওভার শেষে চার উইকেটে ২৩৪ রান তোলে। শুভমন গিল ৫৪ বলে শতরান হাঁকান। শেষ পর্যন্ত ৬৩ বলে ১২৬ রান করে অপরাজিত থাকেন তিনি।

এদিন গিল ও ঈশান কিষাণ ওপেন করতে নেমেছিলেন। ঈশান কিষাণ শুরুটা ভাল করতে পারেননি। ব্যক্তিগত এক রানে ডাগ আউটে ফেরেন তিনি। তার ফেরার পরে রাহুল ত্রিপাঠী ও শুভমন গিল ইনিংস গড়ার কাজ করেন। রাহুল ত্রিপাঠী ২২ বলে ৪৪ রান করে আউট হন।

এরপর সূর্যকুমার যাদব বড় রানের দেখা পাননি। ২৪ রানে সাজঘরে ফেরেন তিনি। পরে হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে জুটি বেঁধে গিল ভারতকে পৌঁছে দেন রানের পাহারে। তবে হার্দিক ১৭ বলে ৩০ রানে ফেরেন। গিল শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান ১২৬ রানে। ১২টি চার ও ৭টি ছক্কা মারেন তিনি।

বিডি প্রতিদিন/এমআই

সর্বশেষ খবর