১ ফেব্রুয়ারি, ২০২৩ ২২:১৫

গোড়ালির চোটে লম্বা সময় মাঠের বাইরে এরিকসেন

অনলাইন ডেস্ক

গোড়ালির চোটে লম্বা সময় মাঠের বাইরে এরিকসেন

ক্রিস্তিয়ান এরিকসেন

মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সময়ে বড় ধাক্কা লাগল ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে। গোড়ালির চোটে প্রায় তিন মাসের জন্য ছিটকে গেছেন অভিজ্ঞ মিডফিল্ডার ক্রিস্তিয়ান এরিকসেন। এফএ কাপে চতুর্থ রাউন্ডে গত শনিবার রিডিংয়ের বিপক্ষে ইউনাইটেডের ৩-১ গোলে জয়ের ম্যাচে এরিকসেন চোট পাওয়ার পর ৫৭তম মিনিটে তাকে তুলে নেন কোচ।

বিবৃতি দিয়ে মঙ্গলবার (৩১ জানুয়ারি) ইউনাইটেড জানিয়েছে, এপ্রিলের শেষ বা মে মাসের শুরু পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে ৩০ বছর বয়সী এরিকসেনকে। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের ৩২ ম্যাচের ৩১টি খেলেছেন এরিকসেন। দুই গোল করার পাশাপাশি তার নামের পাশে রয়েছে ৯টি অ্যাসিস্ট। গ্রীষ্মের দলবদলে আরেক ইংলিশ ক্লাব ব্রেন্টফোর্ড থেকে তিন বছরের চুক্তিতে ইউনাইটেডে পাড়ি জমান এরিকসেন।

ইংল্যান্ডের শীর্ষ লিগে ২০ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ইউনাইটেড। নিজেদের পরের ম্যাচে লিগ কাপের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠে নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে এরি টেন হাগের দল, আগামী বুধবার। প্রথম লেগে ৩-০ গোলে জিতেছিল ইউনাইটেড।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর