৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:৫৬

গোলকিপিং কোচ ছাঁটাই: নয়ারের কাণ্ডে নাখোশ বায়ার্ন

অনলাইন ডেস্ক

গোলকিপিং কোচ ছাঁটাই: নয়ারের কাণ্ডে নাখোশ বায়ার্ন

মানুয়েল নয়ার

বায়ার্ন মিউনিখের গোলকিপিং কোচ টনি টাপালোভিচকে ছাঁটাই করার সিদ্ধান্ত ভালো লাগেনি মানুয়েল নয়ারের। দীর্ঘ দিনের মেন্টরকে হারিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন দলটির গোলরক্ষক। যা পছন্দ হয়নি ক্লাব কর্তৃপক্ষের। নয়ারের মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বুন্ডেসলিগা চ্যাম্পিয়নরা। গত মাসে টাপালোভিচকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা জানায় বায়ার্ন। এরপরই নয়ার প্রকাশ্যে বলেন, এটা ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে অভিজ্ঞতা।  

বিশ্বকাপের পর গত ডিসেম্বরে স্কাই ট্রিপে গিয়ে পা ভাঙে নয়ারের। এরপর থেকে মাঠের বাইরে আছেন তিনি। সেরে ওঠার পথে আছেন বায়ার্ন অধিনায়ক। কঠিন এই সময়ে মেন্টর টাপালোভিচের সান্নিধ্য হারানোকে ‘বড় ধাক্কা’ মনে করছেন তিনি। নয়ারের এসব মন্তব্যে নাখোশ বায়ার্নের প্রধান নির্বাহী অলিভার কান ও স্পোর্টিং ডিরেক্টর হাসান সালিহামিদজিচ। ক্লাবের সভাপতি হের্বার্ট হাইনারও সোমবার জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়কের কড়া সমালোচনা করেন। 

তিনি বলেন, এটা বিস্ময়কর এবং হতাশাজনক যে, মানুয়েল আমাদের সঙ্গে আলোচনা করার পথ খোঁজেনি। বরং সরাসরি জনসম্মুখে গিয়েছে। আমি রাগ হওয়ার চেয়ে বেশি হতাশ। কারণ, আমি ভাবতাম যে, মানুয়েল (নয়ার) এত দিন ধরে আমাদের সঙ্গে, যার ওপর অনেক বিশ্বাস, বিষয়টি আলোচনা করতে প্রথমে তিনি আমাদের কাছে আসবেন। অলিভার কান ও হাসান সালিহামিদজিচ যা বলেছেন, তার সঙ্গে আমি শতভাগ একমত। 

নয়ারের সঙ্গে চুক্তি বাতিল করতে পারে বায়ার্ন, এমন গুঞ্জন ভাসছে বাতাসে। সেসব উড়িয়ে দিলেন হাইনার। আপাতত অধিনায়কের দলে ফেরা নিয়ে ভাবছেন তারা। তিনি বলেন, আমরা তার সঙ্গে বসব এবং সবকিছু শান্তভাবে ও পেশাদার উপায়ে সমাধান করব। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মানুয়েল সেরে উঠেছে এবং খেলতে পারবে। এরপর আমরা দেখব কী হয়।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর