গত কয়েক দশকের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় মৃতের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়ে গেছে। ভূমিকম্পের দু’দিনের বেশি সময় পেরিয়ে গেলেও উভয় দেশে ধ্বংসস্তূপের নিচে এখনও অসংখ্য মানুষ আটকে পড়ে আছেন। ধ্বংসাবশেষ আর আবর্জনার নিচে আটকে পড়া লোকজনকে জীবিত উদ্ধারের আশা সময়ের সাথে সাথে ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। এর মাঝে উদ্ধার তৎপরতায় প্রতিবন্ধকতা তৈরি করেছে হিমাঙ্কের নিচে কিংবা তার কাছাকাছি পর্যায়ের তাপমাত্রা। এছাড়া দেশ দুটি গৃহহীন হয়ে পড়া লাখ লাখ মানুষও ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন। এই অবস্থায় অসহায় তুরস্কের পাশে দাঁড়াচ্ছেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।
জানা গেছে, ফুটবলের এই মহাতারকা তার সই করা জার্সি নিলামে তোলার অনুমোদন দিয়েছেন। নিলাম থেকে প্রাপ্ত অর্থ তুরস্কের আর্ত মানুষের ত্রাণকার্যে লাগানো হবে। এমনটাই জানিয়েছেন তুরস্কের ফুটবলার মেরিহ ডেমিরাল। রোনালদোর সঙ্গে জুভেন্টাসে একটা সময় খেলেছেন ডেমিরাল। তার সংগ্রহে থাকা জার্সি কাজে লাগানো যায় কিনা, সেই অনুমতি নিতে ফোন দিয়েছিলেন। এ নিয়ে এক টুইট বার্তায় ডেমিরাল লিখেছেন, ‘আমার সঙ্গে ক্রিশ্চিয়ানোর কথা হয়েছে। তুরস্কের দুরবস্থার কথা শুনে রোনালদো খুবই ভেঙে পড়েছে। আমার কাছে রোনালদোর সই করা একটা জার্সি রয়েছে। সেই জার্সি নিলামে বিক্রি করা হবে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ ভূমিকম্প পীড়িত অঞ্চলের আর্ত মানুষের ত্রাণকার্যে ব্যবহার করা হবে।’ শুধু রোনালদো নন, ডেমিরাল আরেকটি টুইটে জানিয়েছেন, তার সাবেক জুভেন্টাস সতীর্থ আর্জেন্টাইন পাওলো দিবালা এবং ইতালির লিওনার্দো বোনুচ্চির জার্সিও নিলামে তোলা হচ্ছে। সূত্র : আনাদোলু এজেন্সি।
বিডি-প্রতিদিন/শফিক