১২ ফেব্রুয়ারি, ২০২৩ ০৯:৫৭

অন্যকে সম্মান করতে জানেন না নেইমার! ক্ষুব্ধ প্রতিবেশীরা

অনলাইন ডেস্ক

অন্যকে সম্মান করতে জানেন না নেইমার! ক্ষুব্ধ প্রতিবেশীরা

মাঠ কিংবা মাঠের বাইরের ঘটনায় বারবারই আলোচনায় আসেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। তার পার্টি প্রীতির কথা অজানা নয়- ফুটবল মাঠে খেলার থেকেও নেচে-গেয়ে মজা করার দিকেই যেন বেশি মনোযোগ তার। কিন্তু নেইমার সেটি করতে গিয়ে এবার রোষের শিকার হয়েছেন তার প্রতিবেশীদের। 

প্যারিসের যে অংশে নেইমার থাকেন সেখানে তার বাড়ির পাশের বাসিন্দারা ব্রাজিলিয়ান তারকার ওপর ভীষণভাবে ক্ষুব্ধ। নিজের ৩১ তম জন্মদিন পালন করেছেন সম্প্রতি, সেটি উদযাপন করতে যে পার্টি দিয়েছেন সেটি চলেছে সারারাত। 

উচ্চস্বরে গানবাজনা এবং কোলাহলের দরুন সমস্যার সম্মুখীন হয়েছেন নেইমারের প্রতিবেশীরা। একজন তো নেইমার 'অপরকে সম্মান করতে জানেন না' বলেও মন্তব্য করেছেন। অপরের সমস্যায় নেইমারের কিছু যায় আসে না বলেও দাবি কয়েকজনের। 

এহেন কাজের জন্য নেইমারকে জরিমানা করেও লাভ নেই বলে মন্তব্য কয়েকজন প্রতিবেশীর। নিয়মানুযায়ী, অন্যকে বিরক্ত করার জন্য সর্বোচ্চ ১৩৫ ইউরো বা ১৫ হাজার টাকা জরিমানা করা হয়ে থাকে। কিন্তু বছরে ৩৬ মিলিয়ন ইউরো বা ৪০০ কোটি টাকা আয় করা কারো জন্যে এ আর এমন কী!


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর