রঙীন পোশাকে সুদিন ফিরলেও টেস্ট ক্রিকেটে এখনো চেনা রূপে ফিরতে পারেননি বিরাট কোহলি। স্পিন খেলাতে কোহলির দুর্বলতা এখনও যেন কাটছে না। আরও এক বার আউট হলেন অস্ট্রেলিয়ার তরুণ স্পিনার টড মারফির বলে।
চলতি সিরিজে টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ইনিংস খেলেছেন বিরাট। তার মধ্যে চার বারই স্পিনারের শিকার হয়েছেন। এর মধ্যে আবার ৩ বার আউট হয়েছেন টড মারফির বলে। এই সিরিজেই অভিষেক হয়েছে মারফির।
চলতি সিরিজে নাগপুরে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১২ রানের মাথায় কোহলিকে প্রথম আউট করেন মারফি। দিল্লিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে কোহলিকে আউট করেন সেই টেস্টেই অভিষেক হওয়া ম্যাথু কুহনেম্যান। দ্বিতীয় ইনিংসে ২০ রান করে আবার মারফির ফাঁদে পা দেন কোহলি। সোজা বল মিস করে স্টাম্প হন তিনি।ইন্দোরেও তৃতীয় টেস্টেও সেই চিত্র বদলায়নি। আরও এক বার মারফির বলে আউট হলেন কোহলি। ২২ রান করে ফিরলেন সাজঘরে।
২০২২ সাল থেকে এখনও পর্যন্ত টেস্টে ১৪ ইনিংসে মাত্র ২৯৯ রান করেছেন তিনি। সর্বোচ্চ কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৯ রান। এই ১৪ ইনিংসের মধ্যে ৯ বার স্পিনারের বিরুদ্ধে আউট হয়েছেন কোহলি। এই পরিসংখ্যান স্পষ্ট করে দিচ্ছে স্পিনের বিরুদ্ধে এখনও দুর্বল ভারতের সাবেক অধিনায়ক।
বিডি প্রতিদিন/নাজমুল