৩ মার্চ, ২০২৩ ০১:২৭

তিন দিনে টেস্ট হারল ওয়েস্ট ইন্ডিজ

অনলাইন ডেস্ক

তিন দিনে টেস্ট হারল ওয়েস্ট ইন্ডিজ

মাত্র তিনদিনেই ওয়েস্ট ইন্ডিজকে হারালো দক্ষিণ আফ্রিকা। এই হারে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৪৭ রান। জার্মেইন ব্ল্যাকউডের ৭৯ রান সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়ে গেলো ১৫৯ রানে। এতে ৮৭ রানে হেরে যায় ক্যারিবীয়রা।

এইডেন মারক্রামের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৪২ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ২১২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ১১৬ রানে অল আউট দক্ষিণ আফ্রিকা। তাতে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের টার্গেট দাঁড়ায় ২৪৭ রানের।

সে লক্ষ্যে খেলতে নেমে ১৫৯ রানে শেষ ক্যারিবীয়রা। কেবল জার্মেইন ব্ল্যাকউড খেলেন ৭৯ রানের ইনিংস। বাকিরা বলার মতো তেমন রান করতে পারেননি।

বিডি প্রতিদিন/এমআই

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর