শিরোনাম
২২ মার্চ, ২০২৩ ০৯:০৭

পাকিস্তানের বিপক্ষে আফগান দলে চমক

অনলাইন ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে আফগান দলে চমক

শারজাহতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শুক্রবার থেকে শুরু হবে। এই সিরিজকে সামনে রেখে মঙ্গলবার ১৭ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে আরও তিনজনকে।

পাকিস্তানের বিপক্ষের এই সিরিজে আফগানিস্তানকে নেতৃত্ব দিবেন তারকা স্পিনার রশিদ খান। অন্যদিকে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানো ৩৭ বছর বয়সী মোহাম্মদ নবীকেও রাখা হয়েছে দলে। তবে বাদ পড়েছেন সিনিয়র ব্যাটসম্যান রহমত শাহ ও হযরতউল্লাহ জাজাই। এছাড়া কায়েস আহমেদ, দারউইশ রাসুলি ও মোহাম্মদ সালিমও বাদ পড়েছেন।

শুক্রবারের পর রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে আফগানিস্তান ও পাকিস্তান। আর শেষ টি-টোয়েন্টিটি হবে সোমবার।

পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তান স্কোয়াড:
রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, উসমান গনি, সেদিকুল্লাহ অটল, নাজিবুল্লাহ জাদরান, আফসার জাজাই, করিম জানাত, মোহাম্মদ নবী, আজমাতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নায়েব, শরফুদ্দিন আশরাফ, নূর আহমেদ, মুজিব উর রহমান, ফরিদ আহমদ, ফজলহক ফারুকী ও নাভিন উল হক।

রিজার্ভ খেলোয়াড়:
নাঙ্গিয়াল খারোতি, জহির খান ও নিজাত মাসুদ।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর