আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১২৪ রানে থেমেছে টাইগাররা। আগেই টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছিল সাকিব আল হাসানের দল। তবে আইরিশদের হোয়াইটওয়াশ করার ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে বাংলাদেশ।
ওপেনারদের ব্যর্থতার দিনে টপ ও মিডল অর্ডারও রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। কেবল শেষ দিকে লড়াই করেছেন শামীম হোসেন পাটোয়ারী। তার ব্যাটে ভর করেই শতক ছাড়ানো সংগ্রহ পেয়েছে সাকিবের দল।
তারকা ওপেনার লিটন দাস ফিরেছেন মাত্র ৫ রানে। সম্প্রতি দলে ডাক পাওয়া রনি তালুকদার থেমেছেন ১৫ রানের ঘরে। নাজমুল শান্তর সংগ্রহ মোটে ৪ রান। অধিনায়ক সাকিবের ব্যাটে স্কোরে যোগ হয়েছে ৬ রান।
তবে লড়াকু ব্যাটে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক হাফ সেঞ্চুরি হাঁকানো শামীম দলের মুখ বাঁচানো সর্বোচ্চ ইনিংসটা খেলেছেন। শেষ পর্যন্ত ৪২ বলে ৫১ রানে থেমেছেন এই ব্যাটার।
আইরিশদের হয়ে মার্ক আদিয়ার নিয়েছেন ৩ উইকেট।
বিডি প্রতিদিন/নাজমুল