১ এপ্রিল, ২০২৩ ১৫:৫৪

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

অনলাইন ডেস্ক

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

ফাইল ছবি

আইপিএল খেলতে যেতে চাচ্ছিলেন সাকিব আল হাসান। লিটন কুমার দাসও আছেন কলকাতা নাইট রাইডার্সে। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষের একমাত্র টেস্ট সামনে রেখে শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘোষিত ১৪ সদস্যের দলে আছেন দুজনই। সাকিব অধিনায়ক, লিটন তার সহকারী।

মঙ্গলবার থেকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্টটি। আগামীকাল রোববার থেকে শুরু হবে বাংলাদেশের দলের অনুশীলন। ওয়ানডে সিরিজের পর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও জিতেছে বাংলাদেশ। যদিও শেষটা রাঙিয়েছে আয়ারল্যান্ড। শুক্রবার শেষ টি-টোয়েন্টি ম্যাচে তারা বাংলাদেশকে হারিয়েছে ৭ উইকেটে। টেস্টে অবশ্য নবীন আয়ারল্যান্ড। তাদের তুলনায় বাংলাদেশ ঢের এগিয়ে।

বাংলাদেশের ১৪ সদস্যের টেস্ট দল :
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মো. শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর