২৯ মে, ২০২৩ ১৭:৫১

যৌন হয়রানির প্রতিবাদ, রেসলারদের বিরুদ্ধে দাঙ্গার মামলা

অনলাইন ডেস্ক

যৌন হয়রানির প্রতিবাদ, রেসলারদের বিরুদ্ধে দাঙ্গার মামলা

ভারতের রাজধানী দিল্লিতে যৌন হয়রানির প্রতিবাদে আন্দোলন করা শীর্ষ রেসলারদের বিরুদ্ধে দাঙ্গার মামলা দায়ের করেছে পুলিশ। তাদেরকে আন্দোলন কর্মসূচির সময় আটক করা হয়েছিল।

অলিম্পিক পদক জয়ী সাক্ষী মালিক ও বাজরাং পুনিয়াকেও রবিবার আন্দোলন থেকে আটক করা হয়েছিল। তারা ভারতের নতুন পার্লামেন্টের দিকে যাচ্ছিলেন আন্দোলন নিয়ে।

পরে রাতে তাদেরকে মুক্তি দেওয়া হয়।

এসময় পুলিশ তাদের আন্দোলন ছত্রভঙ্গ করে দেয়। 

পুনিয়া বলেছেন, ‘বিচার পাওয়ার আগ পর্যন্ত ঘরে ফেরার কোনো অপশন নেই।’

আটকের তালিকায় ছিলেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের মেডেল জেতা ভিনেশ ফোগাত ও তার বোন সঙ্গীতা। 

দিল্লি পুলিশের সহকারী কমিশনার সুমন নাওলা বলেছেন, ‘যন্তরমন্তরে গত ৩৮ দিন রেসলারদের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল। কিন্তু গতকাল তারা অনুরোধ কার সত্ত্বেও আইন ভেঙেছেন।’ তবে রেসলার মালিক বলেছেন, ‘আমরা দাঙ্গা করিনি। আমরা কোনো জন সম্পদও বিনষ্ট করিনি।’

ভারতের রেসলিং ফেডারেশনের প্রধান বির্জভূষণ স্মরণ সিংয়ের পদত্যাগের দাবিতে চলতি বছরের ২৩ এপ্রিল আন্দোলন শুরু করেন ভারতের রেসলাররা।

সূত্র: বিবিসি


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর