৪ জুন, ২০২৩ ১০:৩৪

মনোবিদ নিয়ে ঢাকা পৌঁছেছেন হাথুরুসিংহে

অনলাইন ডেস্ক

মনোবিদ নিয়ে ঢাকা পৌঁছেছেন হাথুরুসিংহে

চন্ডিকা হাথুরুসিংহে (ফাইল ছবি)

আফগানিস্তান সিরিজকে সামনে রেখে পুরোদমে অনুশীলন শুরু করছে বাংলাদেশ। আগামী ১০ জুন বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান দল। প্রথম ভাগের সফরে টাইগারদের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে তারা।

শনিবার (৩ জুন) রাতে বাংলাদেশে পৌঁছেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। টাইগারদের প্রধান ওস্তাদ পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে। ছুটি শেষে আবারও ফিরেছেন নিজ কর্মস্থলে।

বাংলাদেশের প্রধান কোচ অবশ্য এদিন একা আসেননি। মনোবিদ অ্যালান ব্রাউনকেও সঙ্গে নিয়ে এসেছেন। জানা গেছে, আগামী দুই সপ্তাহ এই মনোবিদ ক্রিকেটার ও কোচিং স্টাফদের স্ট্রেন্থ ও লিডারশিপ নিয়ে কাজ করবেন।

শনিবার রাত ১১টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন হাথুরুসিংহে। রবিবার থেকে টাইগারদের অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন তিনি। 

এদিকে দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের প্রধান কোচ হয়ে দায়িত্ব নেওয়ার পর হাথুরু সাফল্যও পেয়েছেন দ্রুত। তার অধীনে ঘরের মাটিতে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ দল। 

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর