এক টেস্ট পরেই আবার ইংলিশ একাদশে ফিরলেন ৪০ বছর বয়সী জেমস অ্যান্ডারসন। তিনি আসায় বাদ পড়েছেন অলি রবিনসন।
এদিকে অবসর ভেঙে ফেরা মঈন আলী যথারীতি তিনে ব্যাট করতে নামবেন। হেডিংলি টেস্টে মাত্র ৫ রান করেন তিনি। মঈন উপরে আসায় হ্যারি ব্রুক খেলবেন পাঁচে। লিডসে যিনি ৭৫ রানের ইনিংস খেলে দলের জয়ে দারুণ অবদান রাখেন।
প্রথম দুই টেস্ট জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। এক ম্যাচ আগেই সিরিজ হার এড়াতে হলে ম্যানচেস্টারে জয়ের বিকল্প নেই ইংল্যান্ডের সামনে।
চতুর্থ টেস্টে ইংল্যান্ডের একাদশ:
বেন ডাকেট, জ্যাক ক্রাউলি, মঈন আলী, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জোনাথন বেয়ারস্টো (উইকেটরক্ষক), ক্রিস ওকস, মার্ক উড, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ