৩১ জুলাই, ২০২৩ ১৫:৫৭

আইপিএল দারুণ, কিন্তু এটা ক্রিকেটারদের নষ্টও করতে পারে : কপিল দেব

অনলাইন ডেস্ক

আইপিএল দারুণ, কিন্তু এটা ক্রিকেটারদের নষ্টও করতে পারে : কপিল দেব

কপিল দেব

ক্রিকেটারদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। আঙুল তুললেন আইপিএলের দিকেও। ভারতীয় এই কিংবদন্তি বলেন, ছোটখাট চোট নিয়ে আইপিএল খেলতে দ্বিধা করবে না ক্রিকেটাররা, কিন্তু জাতীয় দলের হয়ে খেলার সময় বেঁকে বসে। তখন খেলতে চাইবে না। 

সম্প্রতি দা উইক ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে কপিল দেব এসব প্রশ্ন তোলেন।

জাতীয় দলের হয়ে খেলার থেকেও আইপিএলে খেলাকে আজকাল বেশি গুরুত্ব দেয় ক্রিকেটাররা। এসময় বোর্ডকেও খোঁচা মারতে ছাড়েননি তিনি। এই প্রসঙ্গে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, 'আজকাল ১০ মাস ক্রিকেট হয়। সবাইকে নিজেদের দেখভাল করতে হবে। আইপিএল ভালো, তবে এই টুর্নামেন্ট ক্রিকেট জীবন নষ্টও করে দিতে পারে। কারণ হালকা চোট নিয়েও প্লেয়াররা আইপিএল খেলে। কিন্তু অল্প চোট নিয়ে দেশের হয়ে খেলে না ক্রিকেটাররা। বিশ্রাম চায়। আমি কোনও রাখঢাক না করেই এটা বলছি। হালকা চোট নিয়েও আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রিকেটাররা খেলে। ক্রিকেট বোর্ডের বোঝা উচিত একজন প্লেয়ারের কতটা খেলা উচিত। আজকাল টাকার কোনও কমতি নেই, কিন্তু তিন বা পাঁচ বছরের ক্যালেন্ডার নেই। তারমানে ক্রিকেট বোর্ডের নিশ্চয়ই কিছু ভুলভ্রান্তি রয়েছে। সূত্র: আজকাল

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর