শিরোনাম
২ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:৪৪

রোহিত-কোহলিকে সাজঘরে পাঠালেন শাহিন আফ্রিদি

অনলাইন ডেস্ক

রোহিত-কোহলিকে সাজঘরে পাঠালেন শাহিন আফ্রিদি

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত দলের অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট করতে নেমে ধীর স্থির খেলতে থাকেন রোহিত শর্মা ও শুভমান গিল। তবে পঞ্চম ওভার চলাকালেই হানা দেয় বৃষ্টি। খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা।

বৃষ্টিতে মিনিট ত্রিশেক বন্ধ থাকার পর অসমাপ্ত ওভারের বল করতে আসেন শাহিন শাহ আফ্রিদি। তার ওভারের শেষ বলটি মিডল স্টাম্পের ওপর গুডলেন্থে করেছিলেন। বলে খানিকটা সুইং ছিল। তাতেই পরাস্ত হয়েছেন রোহিত শর্মা। বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২২ বলে ১১ রান।

এরপর ব্যাট করতে আসা বিরাট কোহলিকে বোল্ড করে সাজঘরে পাঠান শাহিন আফ্রিদি। কোহলি আউট হওয়ার আগে ৭ বলে ৪ রান করেন।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। তবে ওয়ানডে ফরম্যাটের হিসাবে দুই দলের সাক্ষাৎ হচ্ছে ৪ বছর পর। সর্বশেষ এই ফরম্যাটে তাদের দেখা হয়েছিল ২০১৯ বিশ্বকাপে। এরপর এশিয়া কাপ ও দুইবার বিশ্বকাপে দেখা হলেও সবই ছিল টি-টোয়েন্টি ফরম্যাটের লড়াই।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর