এশিয়া কাপে টিকে থাকতে আফগানিস্তানের বিপক্ষে জিততেই হতো সাকিবদের। জয়ের বিকল্প পথে হাঁটা যেত না। এমন জীবন মরণের ম্যাচে খুব সহজেই জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ। আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে টাইগাররা। তবে পয়েন্ট টেবিলে এখনো ২ নম্বরে সাকিব বাহিনী। রান রেটে এগিয়ে ‘দ্বীপরাষ্ট্র’ শ্রীলঙ্কা। দলটির রান রেট ০.৯৫১। বাংলাদেশের রান রেট ০.৩৭৩। রান রেটে দুইয়ে থাকলেও সুবিধাজনক অবস্থানে রয়েছে টাইগাররা।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শ্রীলঙ্কা ও আফগানিস্তান ‘ডু অর ডাই’ ম্যাচ আজ। সুপার ফোরে খেলার সম্ভাবনা রয়েছে দুই দলের। এমন সমীকরণের ম্যাচে দুই দলকেই জয় পেতে হবে। জয়ী দল তখন রান রেটের বিচারে বাংলাদেশের সঙ্গী হিসেবে সুপার ফোর খেলবে। সাকিব বাহিনীর বিপক্ষে প্রথম ম্যাচে ৫ উইকেটে জিতে সুবিধাজনক অবস্থানে রয়েছে এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। টাইগারদের বিপক্ষে বড় ব্যবধানে হেরে পিছিয়ে পড়েছে রশিদ খানের আফগানিস্তান। দলটির রান রেট-১.৭৮০। আফগানিস্তানকে সুপার ফোর খেলতে জিততে হবে বড় ব্যবধানে এবং অনেক ওভার হাতে রেখে। জিতলেই ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার লিগ খেলবে দাসুন শানাকার শ্রীলঙ্কা।
ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক শ্রীলঙ্কা জয় পায় ৫ উইকেটে। প্রথমে ব্যাট করে ব্যাটিং ব্যর্থতায় ৪২.৪ ওভারে ১৬৪ রানে গুটিয়ে যায় সাকিব বাহিনী। ১১ ওভার হাতে রেখে জয় তুলে নেয় শানাকা বাহিনী। এরপর দুই দলই উড়ে যায় লাহোর। ‘হাইব্রিড’ এশিয়া কাপের এক অংশ হচ্ছে শ্রীলঙ্কা ও আরেক অংশ পাকিস্তানে। পরশু জীবন বাজির ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটে ৩৩৪ রান করে টাইগাররা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ