২২ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:১৮

আবারও কেন বাংলাদেশ দলে শ্রীরাম?

অনলাইন ডেস্ক

আবারও কেন বাংলাদেশ দলে শ্রীরাম?

শ্রীধরন শ্রীরাম (ফাইল ছবি)

ভারতে বিশ্বকাপে বাংলাদেশের টেকনিক্যাল পরামর্শক হিসেবে কাজ করবেন শ্রীধরন শ্রীরাম। এর আগেও তিনি টেকনিক্যাল পরামর্শক হিসেবে কাজ করেছেন বাংলাদেশ দলে। দায়িত্ব পালন করেছিলেন কেবল টি-টোয়েন্টি দল নিয়ে। এবার ওয়ানডে দলের সঙ্গে যুক্ত হলেন এই ভারতীয়। আবারও শ্রীরামকে যুক্ত করার কারণ জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি বলেন, ‘বিশ্বকাপে তার মতো একজন দলের সঙ্গে থাকলে ভালো হবে। উইকেটগুলো তার পরিচিত। কন্ডিশন সম্পর্কে অনেক তথ্য পাওয়া যাবে। এ জন্যই তাকে নেওয়া। বিশেষ করে শ্রীরামের টেকনিক্যাল সাপোর্টগুলো খুব প্রয়োজন হবে।’

গত বছর এশিয়া কাপের আগে টাইগারদের টেকনিক্যাল কনসালট্যান্টের দায়িত্ব নিয়ে ঢাকায় এসেছিলেন সাবেক এই ভারতীয় কোচ। এরপর থেকে বাংলাদেশ দলের অলিখিত কোচের দায়িত্বে ছিলেন তিনি। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির কারণে সে যাত্রাটা মধুর হয়নি শ্রীরামের।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর