২৩ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:৪৭

বাংলাদেশের পেসাররা অনুপ্রেরণা বোল্টের কাছেও

অনলাইন ডেস্ক

বাংলাদেশের পেসাররা অনুপ্রেরণা বোল্টের কাছেও

ভারতে হতে যাওয়া বিশ্বকাপের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা পেসার ট্রেন্ট বোল্ট। বিশ্বকাপে ২১.৭৯ গড়ে ওভারপ্রতি ৪.৬২ রান দিয়ে ৩৯ উইকেট নেওয়া বোল্ট পেসারদের জন্য রোমাঞ্চ নিয়ে তাকিয়ে ভারতে হতে যাওয়া টুর্নামেন্টের দিকে। সেই বোল্টের নজর কেড়েছে বাংলাদেশের পেস ইউনিট। এখন তাসকিন আহমেদরা নিয়মিতই ম্যাচ জেতাচ্ছেন। সেসব অনুপ্রেরণা যোগাচ্ছে কিউই তারকা বোল্টকেও।

ব্রডকাস্টার টিভি চ্যানেল টি-স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বোল্ট বলেন, ‘অনুপ্রেরণা যোগানোর মতো বাংলাদেশের বোলিং। তারা খুবই ভালো করেছে। তারা বেশ ভালো কোচের অধীনে আছে। তাদের বোলিং করতে দেখাটাও দারুণ। আমি তাদের এশিয়া কাপেও কিছুটা দেখেছি। আসলে কয়েক সপ্তাহের মধ্যেই সবার বিশ্বকাপে ভারতে দেখা হচ্ছে। এটা দেখা রোমাঞ্চকর হবে।’

স্বীকৃত ক্রিকেটে ছয়শ উইকেটের দোরগোড়ায় আছেন ট্রেন্ট বোল্ট। ১০২ ওয়ানডেতে নিয়েছেন ১৯৫ উইকেট। আইপিএলেও নিয়মিতই ভালো করেন। তবুও বোল্ট বলছেন, উপমহাদেশের উইকেটে বল করা বেশ চ্যালেঞ্জিং। তবুও দলের ভালো করার ব্যাপারে আশাবাদী তিনি।

বোল্ট বলেন, ‘সুইংয়ের আশা করতে পারি। কিন্তু এই উপমহাদেশে এসে বোলিং করাটা বেশ চ্যালেঞ্জিং। আপনাকে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। উইকেটও বেশ ভালো বুঝতে হয়। উইকেট যেমনই হোক, আমাদের দলে কয়েকজন ভালো ক্রিকেটার আছে। আশা করি তারা ভালো করবে।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর