চলতি বছরে আফ্রিকান নেশন্স কাপ চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে রেকর্ড সাত মিলিয়ন ডলার পাচ্ছে।
এক বিবৃতিতে আফ্রিকান ফুটবল কনফেডারশন (সিএএফ) এ তথ্য নিশ্চিত করেছে।
দুই বছর আগে ক্যামেরুনে সর্বশেষ আসরে সেনেগাল যা পেয়েছিল তার থেকে ৪০ শতাংশ বেশী এবার আয় করবে বিজয়ী দল।
আগামী ১৩ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত আইভরি কোস্টে অনুষ্ঠিতব্য রানার্স-আপ দল পাবে চার মিলিয়ন ডলার।
বিবৃতিতে আরও বলা হয়, সেমিফাইনালে পরাজিত দল প্রত্যেকে পাবে আড়াই মিলিয়ন ডলার। কোয়ার্টার ফাইনালের দলগুলো প্রত্যেকে পাবে ১.৩ মিলিয়ন ডলার।
এবারের আসরে স্বাগতিক আইভরি কোস্ট ও রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন মিশরসহ ২৪টি দল অংশ নিচ্ছে। আগামী ১৩ জানুয়ারি আবিজানের ৬০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন এ্যালাসানে ওটারা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গিনি বিসাও ও দুইবারের চ্যাম্পিয়ন আইভরি কোস্ট। আগের তিন আসরে গিনি-বিসাও কোনো ম্যাচে জয়ী হতে পারেনি।
বিডি-প্রতিদিন/বাজিত