২৬ জানুয়ারি, ২০২৪ ১৮:২৫

যুব বিশ্বকাপে আরিফুলের সেঞ্চুরিতে বাংলাদেশের রান পাহাড়

অনলাইন ডেস্ক

যুব বিশ্বকাপে আরিফুলের সেঞ্চুরিতে বাংলাদেশের রান পাহাড়

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আরিফুল ইসলামের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। সুপার সিক্স পর্বে উঠার লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে ২৯২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

শুক্রবার দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে ‘এ’ গ্রুপের ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯১ রান করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু করলেও স্বস্তির ছিল না। দলীয় ২৯ রানেই ওপেনার আদিল বিন সিদ্দিকের (১৩) উইকেট হারায় তারা। এরপর অবশ্য আরেক ওপেনার আশিকুর রহমান শিবলিচৌধুরী মো. রিজওয়ানকে নিয়ে  লড়াই চালিয়ে চান। তাদের জুটি বড় হওয়ার আগেই অবশ্য বিদায় নেন শিবলি (২৭)।

শিবলির বিদায়ের পর রিজওয়ান ও আরিফুল মিলে ভালো জুটি গড়েন। সেই জুটিও ভাঙ্গে দলীয় ১০০-এর আগেই। ৪০ বলে ৩৫ রানের ইনিংস আসে রিজওয়ানের ব্যাট থেকে। এরপর বিপদ হতে দেননি আরিফুল ও আহরান। দু’জনের ১২২ রানের জুটিই বাংলাদেশের বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেয়। আহরার ফেরেন ৪৯ বলে ৪৪ রান করে। আর আরিফ খেলেন ১০৩ বলে ৯ চারে সাজানো ১০৩ রানের দারুণ এক ইনিংস খেলে। এছাড়া লোয়ার মিডল অর্ডারে নেমে অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি খেলেন ১৭ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস।

যুক্তরাষ্ট্রের হয়ে বোলার আর্য গার্গ ৩টি এবং আরিন নাদকার্দি নেন ২টি উইকেট।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর