প্রিমিয়ার লিগে শততম ম্যাচ গোল উৎসব রাঙিয়েছে বসুন্ধরা কিংস। রাজশাহীতে ব্রাদার্স ইউনিয়নকে কিংসরা উড়িয়ে দিয়েছে ৭-১ গোলে। জোড়া গোল করেছেন মিগেল ফিগেইরা ও এমফন উদো।
চলতি লিগে এই প্রথম কোনো দল এক ম্যাচে হজম করল ৭ গোল।
ড্র দিয়ে লিগের প্রথম পর্ব শেষ করা কিংস দ্বিতীয় পর্বের শুরুতে পেল জয়ের দেখা। ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরো মজবুত করল অস্কার ব্রুজোনের দল। সপ্তম হারের তেতো স্বাদ পাওয়া ব্রাদার্স ইউনিয়ন ১০ ম্যাচে পয়েন্ট ৩, আছে তলানিতে।
ম্যাচের এক মিনিটে মিগেল ফিগেইরার ফ্রি কিকে অফসাইডের ফাঁদ ভেঙে বল নিয়ন্ত্রণে নিয়ে জালে জড়িয়ে দেন সাদউদ্দিন। ৩০ মিনিটে মিগেলের ছোট পাসে বক্সের ঠিক ওপর থেকে নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন রবসন রোবিনহো।
৩৭ মিনিটে ব্যবধান আরো বাড়ান মিগেল। চার মিনিট পর রোবিনহোর কাটব্যাকে ছোট বক্সের ওপরে আনমার্কড থাকা এমফোন উদোহর ডান পায়ের শট আটকানোর কোনো সুযোগই পাননি গোলরক্ষক শওকত হেলাল মিয়া।
প্রথমার্ধের যোগ করা সময়ে মাহবুবুর রহমান সুফিলের ক্রসে রিমন লাফিয়ে উঠে হেডে ক্লিয়ারের চেষ্টা করলেও নাগাল পাননি, দূরের পোস্টে থাকা কিংসলে হেডে পরাস্ত করেন জিকোকে। তাতে ব্যবধান কিছুটা কমিয়ে ম্যাচে ফেরার উপলক্ষ পায় ব্রাদার্স।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান সোহেল রানা। ৫৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মিগেল। এর একটু পরেই কিংসের সপ্তম গোল এনে দেন এমফন।
বিডি প্রতিদিন/নাজমুল