২৫ মে, ২০২৪ ১৭:০৩

কোচ দ্রাবিড়ের জায়গায় জোরালো হচ্ছে গম্ভীরের নাম

অনলাইন ডেস্ক

কোচ দ্রাবিড়ের জায়গায় জোরালো হচ্ছে গম্ভীরের নাম

রাহুল দ্রাবিড় ও গৌতম গম্ভীর

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের কে আসবে? উঠে আসছে বহু নাম। তার মধ্যে এই দৌড়ে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীরও। আসলে এবারের আইপিএল মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের দুরন্ত পারফরম্যান্সের পরেই গম্ভীরকে নিয়ে জল্পনা তীব্র আকার নিয়েছে।

শুক্রবার বিসিসিআই সেক্রেটারি জয় শাহ একটি বিবৃতি বলেছেন, বোর্ড কখনও-ই কোনো অস্ট্রেলিয়ানকে কোচের পদের জন্য প্রস্তাব দেয়নি বা যোগাযোগও করেনি। তিনি এমনও ইঙ্গিত দিয়েছেন যে, বোর্ড একজন ভারতীয় কোচেরই সন্ধান করছে। যে কারণে গম্ভীরের নাম আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

জয় শাহ এমনও ইঙ্গিত করেছেন যে, নতুন কোচ হিসেবে যদি ভিভিএস লক্ষ্মণকে না পাওয়া যায়, যিনি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে আছেন, তবে এই জায়গায় এমন একজন ভারতীয়কে নিয়ে আসা হবে, যিনি জানেন যে, এই সিস্টেমটি কী ভাবে কাজ করে।

তবে বোর্ডের কাছ থেকে এখনও গম্ভীরের কাছে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি, তবে এটি যদি আসে তবে প্রাক্তন ভারতীয় ওপেনার সম্ভবত এটি গ্রহণ করবেন।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর