৭ আগস্ট, ২০২৪ ১৯:০২

জার্মানির বর্ষসেরা ফুটবলার নির্বাচিত ক্রুস

অনলাইন ডেস্ক

জার্মানির বর্ষসেরা ফুটবলার নির্বাচিত ক্রুস

ফাইল ছবি

২০২৪ সালে জার্মানির বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন টনি ক্রুস। দ্বিতীয়বারের মতো এই স্বীকৃতি পেলেন এই জার্মান মিডফিল্ডার।

জার্মান ক্রীড়া সাংবাদিকদের সংগঠন ও ফুটবল ম্যাগাজিন কিকার-এর যৌথ আয়োজনে পুরস্কারটি দেওয়া হয়। জার্মান খেলোয়াড়দের পাশাপাশি জার্মানিতে খেলা অন্যান্য দেশের খেলোয়াড়দেরও এই পুরস্কারের জন্য বিবেচনা করা হয়। সম্প্রতি ফুটবল থেকে অবসরে যাওয়া সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ক্রুস পান ২৮৫ ভোট। বায়ার লেভারকুজেনের ফ্লোরিয়ান ভিরৎজ ২৪৬ ও গ্রানিত জাকা পান ৬৬ ভোট।

ক্রুস প্রথমবার পুরস্কারটি জিতেছিলেন ২০১৮ সালে। গত মাসে শেষ হওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ দিয়ে পেশাদার ফুটবলকে বিদায় জানান তিনি। ঘরের মাঠে অনুষ্ঠিত আসরে কোয়ার্টার-ফাইনালে স্পেনের কাছে হারে জার্মানি। তার আগে ২০২৩-২৪ মৌসুমে রিয়ালের স্প্যানিশ সুপার কাপ, লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে অবদান রাখেন ক্রুস।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর