আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। দীর্ঘদিন জাতীয় দলের হয়ে না খেলা তামিম ইকবালের দলে ফেরা নিয়ে রয়েছে গুঞ্জন। এদিকে এই সিরিজে অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। এরই মধ্যে তিন ফরম্যাটের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়ার খবর ছড়িয়েছে চারদিকে। একাধিক ইস্যু নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
বুধবার (৩০ অক্টোবর) বিকেলে মিরপুরে বিসিবির জরুরি বোর্ড সভার আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ফারুক আহমেদ।
তামিম ইকবালের দলে ফেরা নিয়ে প্রশ্নে সোজাসাপ্টা উত্তর দেন বিসিবি সভাপতি। তিনি বলেন, 'তামিম ইকবাল মাঠে ফিরবেন নাকি বোর্ডে আসবেন, এই সংক্রান্ত কোনো নিউজ আমার কাছে নেই।'
আফগানিস্তানের বিপক্ষে সাকিবের খেলা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বিসিবির সভাপতি বলেন, 'যেহেতু ম্যাচটি দেশের বাইরে হবে, আর এখনো দল ঘোষণা করা হয়নি, তাই সিরিজের জন্য সে অ্যাভেইলেবল। আজ রাতে আমি চট্টগ্রামে যাচ্ছি। আগামীকাল সময়মতো দলের ক্রিকেটার ও কোচদের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া নির্বাচকদের সঙ্গেও কথা হবে। সেখান থেকেই দল ঘোষণা হতে পারে।'
অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন নিয়ে আলোচনা চলছে। বিসিবি সভাপতি এ প্রসঙ্গে বলেন, 'আমি গণমাধ্যমে শান্তর অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি দেখেছি। তবে আমার সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।'
উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে ৬ নভেম্বর শারজায় শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ হবে ৮ এবং ১১ নভেম্বর একই ভেন্যুতে।