ভারতের বিপক্ষে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জেতা রীতিমতো যুদ্ধ জয়ের মতো, হোয়াইটওয়াশ তো সেখানে বিশ্বযুদ্ধ জয়তুল্য ব্যাপার। হোয়াইটওয়াশের স্বাদ পেয়েছিল কেবল দক্ষিণ আফ্রিকা, ২৪ বছর আগের ওই সিরিজটি ছিল মাত্র ২ ম্যাচের। আর এবার ৩ ম্যাচের সিরিজে টিম ইন্ডিয়াকে প্রথম হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড।
এই নিয়ে হোয়াইটওয়াশ হওয়া নিয়ে এক প্রতিক্রিয়ায় মুখ খুলেছেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, আমরা দল হিসেবে ভালো খেলতে পারিনি। প্রতিপক্ষ আমাদের চেয়ে ধারাবাহিক ছিল। আমরা ঠিকমতো রান করতে পারিনি।
ঘরের মাঠে রবিবার তৃতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের কাছে ২৫ রানে হেরেছে ভারত। তিন ম্যাচ সিরিজে হয়েছে ৩-০ তে হোয়াইটওয়াশ। এমন লজ্জার পর ভারত অধিনায়ক রোহিত বলেন, ‘টেস্টে সিরিজ হারা, ম্যাচ হারা কখনোই সহজ ব্যাপার নয়। এটি এমন এক ব্যাপার, যা সহজে হজম করার মতো নয়। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারিনি। অনেক ভুল করেছি সিরিজ জুড়ে। যেখানে, নিউজিল্যান্ড পুরো সিরিজে অনবদ্য ছিল।’
ব্যাটিং ব্যর্থতার প্রসঙ্গ তুলে রোহিত বলেন, ‘প্রথম দুই ম্যাচে আমরা রানই তুলতে পারিনি। এই ম্যাচে আমরা ৩০ রানের মতো (২৮ রান) লিড নিয়েছি। যখন আপনি রান তাড়া করতে নামবেন, আপনার মাথায় থাকতে হবে বিষয়টি। সেভাবেই খেলতে হবে। অন্যথায়, জিততে পারবেন না। আপনার কোনো কৌশল কাজে দেবে না।’
বিডি-প্রতিদিন/শআ