সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। এল ক্লাসিকোতে হারের পর চ্যাম্পিয়নস লিগেও এসি মিলানের কাছে হেরেছে দলটি। হারের হতাশায় থাকা রিয়াল ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে মাঠে নামছে আজ।
আজ শনিবার (৯ নভেম্বর) সন্ধা ৭টায় সান্তিয়াগো বার্নাব্যুতে ওসাসুনার বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ।
লা লিগায় এরই মধ্যে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১ ম্যাচে কম খেলে ৯ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল। আজ জিতলে হয়তো পয়েন্ট ব্যবধান ঘুচানোর সুযোগ পাবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
অন্যদিকে, রিয়ালের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে থাকা ওনাসুনাও এই মৌসুমে দারুণ ছন্দে রয়েছে। শেষ তিন ম্যাচে জয় পেয়েছে দলটি। এই তিন ম্যাচে কোনো গোল হজম করেনি তারা। এর মধ্যে দুই দিন আগে কোপা ডেল রে তে চিক্লানাকে ৫ গোলে উড়িয়ে দেওয়ার টাটকা স্মৃতিও রয়েছে তাদের।
এ ছাড়া লিগে শীর্ষে থাকা বার্সেলোনার মৌসুমের একমাত্র হারও এই ওসাসুনার বিপক্ষে। বার্সাকে ৪-২ ব্যবধানে হারিয়েছিল দলটি।
বিডি প্রতিদিন/আশিক