পুরনো রোগই যেনো আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচেও টাইগাররা ছন্নছাড়া। দুই ওপেনার সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম মিলে উদ্বোধনী জুটিটা বেশ ভালোই করেছিলেন। সাড়ে ৮ ওভার পর্যন্ত খেলে তারা স্কোরবোর্ডে যোগ করেন ৫৩ রান।
কিন্তু এ পর্যায়ে এসে ভুলটা করে বসলেন সৌম্য সরকার। আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে বোল্ড হন তিনি। ২৩ বলে ২৪ রান করেন তিনি।
১০ম ওভারের প্রথম বলেই মোহাম্মদ নবির সাজানো ফিল্ডিংয়ের ফাঁদে পড়ে উইকেট বিলিয়ে দিলেন তানজিদ তামিম।২৯ বলে তিনি খেলেন ১৯ রানের ইনিংস।
মাঠে নামেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। জাকির হাসানের সঙ্গে জুটি গড়বেন কি, তার আগেই ভুল বোঝাবুঝিতে রানআউট হলেন জাকির হাসান।
কিন্তু মিরাজ যখন তাকে ফিরিয়ে দিলেন, তখন নিজের ক্রিজে গিয়ে পৌঁছাতে পারেননি। নানগেয়ালিয়া খারোতের সরাসরি থ্রোতে রানআউট হয়ে গেলেন। অর্থাৎ বিনা উইকেটে ৫৩ থেকে ৩ উইকেটে ৫৮ রান বাংলাদেশের।
এরপর উইকেট হারালেন তাওহিদ হৃদয়। মিরাজের সঙ্গে জুটি বাধা হলো না তার। ৭২রানের মাথায় রশিদ খানের বলে গুলবাদিন নাইবের বলে আউট হন হৃদয়।
বিডি প্রতিদিন/নাজমুল