কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে ধারাবাহিকভাবে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে আর্জেন্টিনা। যদিও বছরের শেষ আন্তর্জাতিক সূচিতে প্রত্যাশিত সাফল্য পায়নি, তারপরও ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থেকে বছর শেষ করছে লিওনেল মেসির দল।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) র্যাঙ্কিং আপডেট করলে এ তথ্য জানা যায়। তালিকার শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি।
চলতি বছরের শেষ ফিফা উইন্ডোতে দু'টি করে ম্যাচ খেলে দলগুলো। যেখানে আর্জেন্টিনা প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ২-১ গোলে পরাজয়বরণ করে। কিন্তু দ্বিতীয় ম্যাচে পেরুর বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। এতে করে পয়েন্ট কিছুটা কমলেও শীর্ষস্থান অটুট থাকে।
উয়েফা নেশনস লিগে সবশেষ দুই ম্যাচে একটি করে জয় পাওয়া ও ড্র করা ফ্রান্সের পয়েন্টও সামান্য কমলেও তারা টেবিলের দুইয়ে অবস্থান করছে। নিজেদের সবশেষ দুই ম্যাচেই জয় পাওয়া স্পেন ও ইংল্যান্ডের পয়েন্ট কিছুটা বেড়েছে, যথাক্রমে পরের দু'টি স্থানে আছে দল দুটি।
অন্যদিকে, অনেকদিন ধরে ব্যর্থতার চাদরে বন্দি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের অবস্থান পাঁচে। শেষ দু'টি ম্যাচে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ড্র করায় আগের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ