চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড গড়ার পথে ডি মারিয়া। গোলের পাস বাড়ানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি। টপকে গেলেন লিওনেল মেসিকে। চ্যাম্পিয়ন্স লিগে গোলের পাস বাড়ানোর তালিকায় শীর্ষে ক্রিশ্চিয়ানো রোনালদো। তার থেকে এক ধাপ নীচে ডি মারিয়া।
রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার এখন বেনফিকার হয়ে খেলেন। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা ডি মারিয়া চ্যাম্পিয়ন্স লিগে ৪১টি গোলের পাস বাড়িয়েছেন। মোনাকোর বিরুদ্ধে বৃহস্পতিবার রাতের ৩-২ গোলে জিতেছে বেনফিকা। ৩৬ বছরের ডি মারিয়া দলের জয়ে বড় ভূমিকা নেন। বেনফিকার হয়ে ১৬টি ম্যাচে আটটি গোল করেছেন তিনি। সেই সঙ্গে পাঁচটি গোলের পাস বাড়িয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগে মেসি ৪০টি গোলের পাস বাড়িয়েছিলেন। ডি মারিয়া তার থেকে একটি বেশি বাড়িয়েছেন। আর একটি গোলের পাস বাড়ালেই তিনি ছুঁয়ে ফেলবেন রোনালদো এবং রায়ান গিগসকে।
চ্যাম্পিয়ন্স লিগে ১১২টি ম্যাচ খেলেছেন ডি মারিয়া। মেসি খেলেছেন ১৬৩টি ম্যাচ। রোনালদো খেলেছেন ১৮৩টি ম্যাচ। অর্থাৎ মেসির থেকে কম ম্যাচ খেলে তাকে টপকে গিয়েছেন ডি মারিয়া। সুযোগ রয়েছে রোনালদোকে টপকে যাওয়ার। দেশের হয়ে খেলার সময় মেসির পাশেই খেলতেন ডি মারিয়া।
বিডি প্রতিদিন/নাজমুল