ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি লিওনেল মেসি। তবে ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কার জয়ের দৌড়ে আছেন তিনি। লড়াইয়ে আছেন এবারের ব্যালন ডি’অর জয়ী রদ্রি, কিলিয়ান এমবাপে, ভিনিসিউস জুনিয়রও।
পুরুষ বর্ষসেরা ফুটবলার নির্বাচনে শুক্রবার নিজেদের ওয়েবসাইটে ১১ জনের তালিকা প্রকাশ করেছে ফিফা।
তালিকায় আরও আছেন দানি কার্ভাহাল, আর্লিং হালান্ড, ফেদেরিকো ভালভের্দে, ফ্লোরিয়ান ভিরৎজ, জুড বেলিংহ্যাম, লামিনে ইয়ামাল, টনি ক্রুস।
১১ জনের তালিকায় ৬ জনই রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। ক্লাব ফুটবলে ইউরোপের বাইরে খেলা একমাত্র ফুটবলার হিসেবে তালিকায় আছেন মেসি।
২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট সময়ের পারফরম্যান্স বিবেচনায় করা হয়েছে এই তালিকা।
বিডি প্রতিদিন/নাজমুল