বাংলাদেশ সফররত আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল এবার রিকশায় চড়ে অন্যরকম অভিজ্ঞতা সঞ্চয় করলেন। সফরকারী দলের জন্য এই ব্যবস্থা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুক্রবার দুপুরে হঠাৎ মিরপুর স্টেডিয়ামে বেশ কয়েকটি রিকশা দেখা যায়। একটু পর সেই রিকশাগুলোতে উঠে বসেন আইরিশ মেয়েরা।
রিকশাগুলো মেয়েদের নিয়ে স্টেডিয়াম থেকে বেরিয়ে যায়। এরপর শুক্রবারর ফাঁকা রাস্তায় ঘুরে বেড়া আইরিশ মেয়েরা। রিকশায় চড়ার সময় আয়ারল্যান্ডের ক্রিকেটারদের মুখে দেখা গেছে আনন্দের ঝলক।
লুইস ও হান্টারকে দেখা গেল সেলফি তুলতে আর ভিডিও ধারণ করতে। কেউ আবার রিকশার ভিন্নধর্মী সজ্জা নিয়ে কৌতূহলী হয়ে সেটি নেড়েচেড়ে দেখছিলেন। একজন সতীর্থকে বসিয়ে প্যাডেল চালিয়ে সামনের দিকে এগিয়ে যান তাঁরা। কয়েকজন ক্রিকেটার গণমাধ্যমকর্মীদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানাতেও ভুললেন না।
সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ১৫৪ রানের বিশাল ব্যবধানে জিতেছে বাংলাদেশ। আগামীকাল ৩০ নভেম্বর সকাল ১০টায় মিরপুরে দ্বিতীয় ওয়ানডে।
এর আগেও বিসিবির এমন আয়োজন ছিল। ২০১১ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল বাংলাদেশ। তখন রিকশায় চড়ানো হয়েছিল অংশগ্রহণকারী সব দেশের অধিনায়ককে। এবার ফের দেখা গেল ভিন্ন আয়োজন।
ভিডিও দেখতে ক্লিক করুন
বিডি-প্রতিদিন/বাজিত