ব্যাটিং ধস যেন জিম্বাবুয়ের জন্য নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও একই দশা। মাত্র ৩১ রানের মধ্যে ৮ উইকেট খুঁইয়ে পাকিস্তানের কাছে হেরেছে তারা। তাতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল পাকিস্তান।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে পাকিস্তানের দেওয়া ১৬৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৮ রানে দুই উইকেট হারায় জিম্বাবুয়ে। তাতে দ্য চেভরনসদের চেপে ধরে পাকিস্তান। তবে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ইঙ্গিত দেন তাদিওয়ানাশে মারুমানি ও সিকান্দার রাজা। স্কোরবোর্ডে তখন ২ উইকেটে ৭৭ রান।
মারুমানি রান আউট হলে ৫৯ রানের জুটি ভাঙতেই আচমকা ব্যাটিং ধস নামে তাদের। এই উইকেট নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। আট উইকেট ভাগাভাগি করে নিয়ে পাকিস্তানকে সহজ জয় এনে দেন স্পিনাররা ও হারিস রউফ। তাতে তিন ম্যাচের সিরিজে পাকিস্তান ১-০ তে এগিয়ে গেলো।
নবম ওভারে ৩৩ রানে রান আউট হন মারুমান। ইনিংস সেরা ৩৯ রানে থামেন হ্যামস্ট্রিংয়ের অস্বস্তি নিয়েও ব্যাটিং করে যাওয়া রাজা।
তিনটি করে উইকেট নেন আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম। দুটি পান রউফ, তাতে করে শাদাব খানকে (১০৭) পেছনে ফেলে পাকিস্তানের শীর্ষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি বোলার হন। তার উইকেট সংখ্যা এখন ১০৯টি।
মাত্র ৩১ রানের ব্যবধানে শেষ ৮ উইকেট হারায় জিম্বাবুয়ে। ১৬তম ওভারের তৃতীয় বলে ১০৮ রানে অলআউট হয় তারা।
আগে ব্যাটিংয়ে নেমে চার উইকেটে ১৬৫ রান করে পাকিস্তান। সর্বোচ্চ ৩৯ রান করেন উসমান খান ও তৈয়ব তাহির। ২৫ বলে এই রান করে অপরাজিত ছিলেন তাহির।
এছাড়া, ইরফান খান তার সঙ্গে ৬৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়তে ২৭ রানে অপরাজিত ছিলেন। ওপেনার সাইম আইয়ুবের ব্যাট থেকে আসে ২৪ রান।
বিডি প্রতিদিন/কেএ