৪৫ বছর বয়সে দাদা হতে যাচ্ছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি রোনালদিনহো। তার একমাত্র ছেলে, ১৯ বছর বয়সী জোয়াও মেন্ডেস, শিগগিরই বাবা হচ্ছেন।
মেন্ডেসের প্রেমিকা, ২৫ বছর বয়সী জিওভান্নি বুস্কাসিও ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি শেয়ার করে নতুন অতিথির আগমন ঘোষণা করেছেন। তিনি লিখেছেন, "১৬ সপ্তাহ। সামনের দিন গুনছি।" মেন্ডেসও খুশি এবং তার পোস্টে লিখেছেন, "তোমাকে ভালোবাসি প্রিয়তমা।"
ফুটবলার মেন্ডেস আগে ব্রাজিলের ক্লাব ক্রুজেইরোয় খেলেছিলেন, পরে বার্সেলোনার একাডেমিতে যোগ দেন, তবে সেখানে এক মৌসুমের বেশি থাকেননি। বর্তমানে তিনি ইংলিশ ক্লাব বার্নলির সদস্য, যেখানে গত আগস্টে চুক্তি করেছেন।
বিডি প্রতিদিন/এমএস