শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট শেষের পরদিনই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। এই লড়াইয়ে তাই নিয়মিত অধিনায়ক এইডেন মার্করামকে পাচ্ছে না প্রোটিয়ারা। তার অনুপস্থিতিতে সিরিজটিতে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন হাইনরিখ ক্লসেন।
গেবেখায় দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আজ বৃহস্পতিবার। ম্যাচটির পঞ্চম ও শেষ দিন আগামী সোমবার। পরদিনই শুরু পাকিস্তানের বিপক্ষে প্রোটিয়াদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই ম্যাচ ১৩ ও ১৪ ডিসেম্বর। সিরিজটির জন্য বুধবার (০৪ নভেম্বর) ১৫ জনের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। মার্করাম ছাড়াও মার্কো ইয়ানসেন, কেশাভ মহারাজ, কাগিসো রাবাদা ও ট্রিস্টান স্টাবসকে পাবে না দক্ষিণ আফ্রিকা; তারা সবাই লঙ্কানদের বিপক্ষে টেস্ট দলের অংশ।
পাকিস্তানের বিপক্ষে ১৭, ১৯ ও ২২ ডিসেম্বর তিনটি ওয়ানডেও খেলবে দক্ষিণ আফ্রিকা। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই তাদের শেষ সিরিজ। মার্করাম, রাবাদাদের এই সিরিজে পাবে স্বাগতিকরা। গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার পর এই প্রথম জাতীয় দলে ফিরেছেন গতিময় পেসার আনরিখ নরকিয়া ও বাঁহাতি রিস্ট স্পিনার তাব্রেইজ শামসি। বর্তমানে গ্লোবাল সুপার লিগে খেলায় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শামসিকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
২০২১ সালের জুলাইয়ে জাতীয় দলের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলা স্পিনিং অলরাউন্ডার জর্জ লিন্ডেকে দলে ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জের এবারের আসরে ১৭৮.১২ স্ট্রাইক রেটে ১৭১ রান করার পাশাপাশি ১৮.৩৩ গড়ে ৯ উইকেট নিয়ে নির্বাচকদের নজর কেড়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে দলের সঙ্গে যোগ দেবেন ম্যাথু ব্রিটস্কি, কিউনা মাফাকা ও রায়ান রিকেলটন। তাই পাকিস্তান সিরিজের প্রথম দিকে তাদেরকে পাওয়া নিয়েও রয়েছে সংশয়।
দক্ষিণ আফ্রিকার এই দলে বিশেষজ্ঞ পেসার নরকিয়া, ওটনিল বার্টম্যান ও তরুণ মাফাকা। পেস বোলিং অলরাউন্ডার আছেন দুইজন- আন্দিলে সিমেলানে ও প্যাট্রিক ক্রুগার। প্রোটিয়াদের টি-টোয়েন্টি দলটি প্রিটোরিয়ায় আগামী শুক্রবার ও শনিবার দুই দিনের প্রস্তুতি ক্যাম্প করবে। রোববার তারা ডারবানে যাবে, যেখানে হবে সিরিজের প্রথম ম্যাচ। পরের দুই ম্যাচ সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গে।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল: হাইনরিখ ক্লসেন (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, ম্যাথু ব্রিটস্কি, ডোনোভান ফেরেইরা, রিজা হেনড্রিকস, প্যাট্রিক ক্রুগার, জর্জ লিন্ডে, কিউনা মাফাকা, ডেভিড মিলার, আনরিখ নরকিয়া, নাবাইয়োমজি পিটার, রায়ান রিকেলটন, তাব্রেইজ শামসি, আন্দিলে সিমেলানে, রাসি ফন ডার ডাসেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ