মাঠের পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদের বেহাল অবস্থা। ফুটবলারদের ফর্মহীনতা ও একে অপরের সঙ্গে সমন্বয়ের অভাবে চলতি মৌসুমের শুরু থেকেই ভুগছে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
তবে এই দুঃসময়ে কোচ কার্লো আনচেলত্তি একটি সুসংবাদ দিলেন। ইনজুরি থেকে মাঠে ফিরছেন দলটির সবচেয়ে নির্ভরযোগ্য ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র।
শনিবার (৭ ডিসেম্বর) রাতে লা লিগার ম্যাচে জিরোনার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচের উদ্দেশে মাদ্রিদ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে আসেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। সেখানে প্রত্যাশিত সময়ের আগেই ভিনিসিয়াসের সেরে ওঠার কথা জানান তিনি।
আনচেলত্তি বলেন, “এটি আমাদের জন্য একটি ভালো খবর যে ভিনি (ভিনিসিয়াস) দলে ফিরেছে। আগামাীকালের ম্যাচে তাকে দলে রাখা হচ্ছে না, তবে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তার বিপক্ষে মাঠে নামবে সে।’
রিয়াল মাদ্রিদ আগামীকাল রবিবার (৮ ডিসেম্বর) লা লিগায় জিরোনার বিপক্ষে মাঠে নামবে। তবে ভিনিসিয়াসের প্রত্যাবর্তন হতে পারে ১০ ডিসেম্বর চ্যাম্পিয়ন্স লিগে আটালান্টার বিপক্ষে ম্যাচে।
এর আগে, গত ২৪ নভেম্বর লা লিগায় লেগানেসের মাঠে ৩-০ গোলে জয়ের ম্যাচে পুরোটা খেলেন ভিনি। তার অ্যাসিস্ট থেকেই দলের প্রথম গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। তবে তখনও তার চোটের তেমন কখন লক্ষণ দেখা যায়নি।
পরদিন বিবৃতি দিয়ে তার পায়ের পেশিতে চোট পাওয়ার কথা জানায় রিয়াল। সেই থেকে মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ান তারকা।
ভিনিসিয়াসকে ছাড়া সবশেষ তিন ম্যাচের দুটিতেই হেরেছে দলটি। চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে ২-০ গোলে পরাজয়ের পর, লিগ ম্যাচে গেতাফেকে একই ব্যবধানে হারায় তারা। পরে গত ম্যাচে লিগে তারা ২-১ গোলে হেরে যায় আথলেতিকো বিলবাওয়ের বিপক্ষে।
বিডি প্রতিদিন/নাজিম