ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে খেলতে নামলেই জ্বলে ওঠেন তিনি। গত বছর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, গত বছর ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল আর এবার অ্য়াডিলেডে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন ট্রাভিস হেড।
সফরকারী ভারতের প্রথম ইনিংসে ১৮০ রানের জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে বড় রানের লিড নিয়ে ফেলেছে। শনিবার (৭ ডিসেম্বর) এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৮ ওভারে ৬ উইকেটে ২৮৪ রান করেছে অজিরা। আপাতত ১০৪ রান এগিয়ে স্বাগতিকরা।
ট্রাভিস হেড ১২১ ও প্যাট ক্যামিন্স ১ রানে ব্যাট করছেন। এক উইকেটে ৮৬ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। ক্রিজ়ে ছিলেন নাথান ম্যাকসুইনি এবং মার্নাস লাবুসানে। তবে দ্বিতীয় দিনের শুরুটা ভালো করে ভারত। নিজের দ্বিতীয় ওভারেই ম্যাকসুইনিকে আউট করেন জশপ্রীত বুমরা। ব্যাক অফ দ্য লেংথ বলে খোঁচা দিয়ে ঋষভ পন্থের হাতে জমা পড়েন অজ়ি ব্যাটার। ১০৯ বলে ৩৯ রান করেন ম্যাকসুইনি।
চার নম্বরে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি তারকা ব্যাটার স্টিভ স্মিথও। এ বারও উইকেট নেন সেই বুমরা। পন্থের হাতে ক্যাচ দিয়ে আউট হন স্মিথ। ১১ বল খেলে মাত্র ২ রান করেন তিনি।
প্রাথমিক ধাক্কা সামলে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। একদিক আগলে রাখেন মার্নাস লাবুসানে। ১১৪ বলে পূর্ণ করেন কেরিয়ারের ২১তম হাফ সেঞ্চুরি। ট্রাভিস হেডের সঙ্গে গড়ে তোলেন ৬৫ রানের পার্টনারশিপ। তবে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই লাবুসানেকে ড্রেসিংরুমে ফেরান নীতীশ রেড্ডি। ব্যাট হাতে প্রথম ইনিংসে দলকে বাঁচানোর পর বল হাতেও তুলে নিলেন গুরুত্বপূর্ণ উইকেট। টেস্ট কেরিয়ারে এটি প্রথম উইকেট তার। ১২৬ বলে ৬৪ রান করে যশস্বীর হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। তবে দমে যাননি ট্রাভিস হেড। চেনা স্টাইলে মারমুখী মেজাজে খেলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
এর আগে, স্টার্কের ক্যারিয়ার সেরা বোলিংয়ের দিনে প্রথম ইনিংসে ১৮০ রানে গুটিয়ে যায় সফরকারী ভারত।
এ নিয়ে টেস্টে পঞ্চমবার এক ইনিংসে ৬ উইকেটের দেখা পেলেন স্টার্ক। তবে এবার কেবল ৪৮ রান খরচ করেন বাঁহাতি এই পেসার। এর আগে তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার ছিল শ্রীলঙ্কার বিপক্ষে গলে ৬ উইকেটে ৫০ রান।
গোলাপি বলের টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার এই পেসারের তোপে দাঁড়াতে পারেনি ভারত। নীতিশ কুমার রেড্ডির মান বাঁচানো ৫৪ বলে ৪২ রানের ইনিংসের পরও শেষ পর্যন্ত সফরকারীরা গুটিয়ে যায় ১৮০ রানে।
বিডি প্রতিদিন/নাজিম