আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে ধবলধোলাই করার খবর এখনো বাসি হয়নি। তবে সেই টাটকা স্মৃতিতে এবার বিষাদের আঁচ লেগেছে। সিলেটে টি-টোয়েন্টিতে বাংলাদেশ নারী ক্রিকেট দল টানা দুই ম্যাচে হেরে সিরিজ খুইয়ে বসেছে। ঘুরে দাঁড়ানো আইরিশদের তোপ সামলাতে পুরোপুরি নাজেহাল নিগার সুলতানা জ্যোতির দল।
টানা দুই ম্যাচ হারা বাংলাদেশের মেয়েদের সামনে এখন হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কা।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৪৭ রানে হারিয়ে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জয় নিশ্চিত করল আয়ারল্যান্ডের মেয়েরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ২০ ওভারে আয়ারল্যান্ড তোলে ১৩৪ রান। পুঁজি খুব বড় না হলেও দারুণ বোলিং-ফিল্ডিংয়ে বড় জয় আদায় করে নেয় তারা। বাংলাদেশ গুটিয়ে যায় ৮৭ রানে।
শুরুর বিপর্যয়ের পর শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার চেষ্টা করেন লড়াইয়ের। কিন্তু ১৭ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারিয়ে ১৭ বল বাকি থাকতেই গুটিয়ে যায় ইনিংস। ব্যাট হাতে ২৫ বলে ৩২ করার পর দারুণ বোলিংয়ে ১৩ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা ওর্লা প্রেন্ডারগাস্ট।
বিডি প্রতিদিন/নাজমুল