টানা ব্যর্থতার পর আগের ম্যাচ জিতেছিল ম্যানচেস্টার সিটি। তবে আবারও ক্রিস্টাল প্যালেসের মাঠে হোঁচট খেল পেপ গুয়ার্দিওলার দল।
গত শনিবার (৭ ডিসেম্বর, ২০২৪), ইংলিশ প্রিমিয়ার লিগের এক উত্তেজনাপূর্ণ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছে সিটি। প্রতিপক্ষের মাঠে ম্যাচে শেষদিকে ১০ জনের দলে পরিণত হয়ে হারের শঙ্কায়ও পড়েছিল সিটি।
ম্যাচের চতুর্থ মিনিটেই চ্যাম্পিয়নদের স্তব্ধ করে সমর্থকদের উল্লাসে ভাসিয়ে দেয় প্যালেস। ডি বক্সে ঢুকে এক কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন কলম্বিয়ার ডিফেন্ডার মুনিয়োস।
ম্যাচের ৩০ মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় সিটি। মাথেউস নুনেসের ক্রস বক্সে পেয়ে লাফিয়ে হেডে সমতা ফেরান হলান্ড, যার ফলে সিটির জন্য কিছুটা স্বস্তি ফিরে আসে।
প্রথম ভাগে লক্ষ্যে মাত্র একটি শট নেওয়া প্যালেস দ্বিতীয়ার্ধের শুরুতে চাপ বাড়ায়। ৫৬তম মিনিটে লক্ষ্যে দ্বিতীয় প্রচেষ্টা রাখতে পারে তারা এবং এটাও ঠিকানা খুঁজে পায়। হিউজের কর্নারে হেডে গোলটি করেন ফরাসি ডিফেন্ডার লেকখোয়া।
১২ মিনিট পর দ্বিতীয়বারের মতো সমতায় ফেরে সিটি। বের্নার্দো সিলভার ছোট পাস বক্সে পেয়ে জোরাল শটে স্কোরলাইন ২-২ করেন তরুণ ইংলিশ ডিফেন্ডার লুইস।
এরপর সময় যত গড়াতে থাকে, তত মরিয়া হয়ে উঠতে থাকে সিটি। তবে, এর মাঝেই ৮৪তম মিনিটে বড় ধাক্কা খায় তারা। প্রতিপক্ষের বক্সে তাদের ডিফেন্ডার ট্রেভো শ্যালাবাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন লুইস।
১৫ ম্যাচে আট জয় ও তিন ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সিটি। এক ম্যাচ কম খেলা লিভারপুল ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে। ১৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে ক্রিস্টাল প্যালেস।
বিডি প্রতিদিন/এমএস