না ফেরার দেশে চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য ফজলে সাদাইন খোকন। শনিবার (৭ ডিসেম্বর) রাতে মারা যান তিনি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, ৭০ বছর বয়সে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন আবাহনী ক্রীড়া চক্র, বিআরটিসি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এই কৃতি ফুটবলার।
জানা গেছে, বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিল খোকন। তিনি ঢাকায় এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এখন মরদেহ রাজশাহীতে নিয়ে যাচ্ছে।
খোকনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাফুফে। স্ত্রী, ছেলে, মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন খোকন।
বিডি প্রতিদিন/এমএস