টস হেরে ব্যাটিংয়ের নেমে দ্রুত ৪ উইকেট হারিয়ে চাপে টাইগার ব্যাটসম্যানরা। শুরুতে এক প্রান্ত থেকে ঝড় তুলেছিলেন তানজিদ হাসান। তবে অপর প্রান্ত থেকে নিয়মিত বিরতিতে উইকেট পড়ছিল।
জেডেন সিলসের বলে সহজ ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার সৌম্য সরকার। অফ-মিডল স্টাম্পে থাকা লেংথ ডেলিভারিতে তুলে মারতে চেয়েছিলেন সৌম্য। পিচে একটু গ্রিপ করায় টাইমিং করতে পারেননি। সহজ ক্যাচ যায় মিডঅনে, গুডাকেশ মোটির হাতে। ৫ বলে সৌম্য করেন ২ রান।
পরে জেডেন সিলসের অফ স্টাম্পের বাইরের বলে পুল করতে গিয়ে আউট হন লিটন দাস। শট খেলে ফেলেন আগেভাগেই, ব্যাটের অগ্রভাগে লেগে ক্যাচ যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে। ক্যাচ লুফে নেন এভিন লুইস। ১৯ বলে ৪ রান করেন লিটন।
মিরাজও আউট হন অবাক করার মতো। সিলসের করা ১০ম ওভারের পঞ্চম বলটি ছাড়তে গিয়েও এড়াতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। বল তার ব্যাটের কানায় লেগে স্টাম্পের বেলস ফেলেছে, বোল্ড! ৫ বলে ১ রানে ফিরলেন মিরাজ।
পরবর্তীতে ১১তম ওভারে গ্রিভসের বলে রোস্টন চেজকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ তামিম। ৩৩ বলে ৪৬ রানে ফিরলেন তানজিদ। ৭ বলের মধ্যে ২ উইকেট হারাল বাংলাদেশ। ২০ বলের মধ্যে পড়েছে ৩ উইকেট। চাপে বাংলাদেশ।
১৪ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৮২। ক্রিজে আফিফ হোসেনের সঙ্গী মাহমুদউল্লাহ।
বিডি প্রতিদিন/এমএস