সেঞ্চুরি করার পরের ম্যাচে খেলেছিলেন ১৫৩ রানের ইনিংস। এবার আরও এক ধাপ এগিয়ে গেলেন সামির রিজভি। খুনে ব্যাটিংয়ে চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে রেকর্ড-গড়া ডাবল সেঞ্চুরি করলেন তরুণ ভারতীয় ব্যাটসম্যান।
ভারতের একদিনের ম্যাচের টুর্নামেন্ট অনূর্ধ্ব-২৩ রাজ্য ‘এ’ ট্রফির ম্যাচে শনিবার ত্রিপুরার বিপক্ষে ৯৭ বলে অপরাজিত ২০১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন উত্তর প্রদেশের অধিনায়ক রিজভি। ইনিংসটি গড়া ২০ ছক্কা ও ১৩ চারে। তার দল করে ৪০৫ রান। জয় পায় তারা ১৫২ রানের।
২১ বছর বয়সী রিজভি ৯৭ বলেই পূর্ণ করেন দ্বিশতক। ছেলেদের অনূর্ধ্ব-২৩ রাজ্য ‘এ’ ট্রফির ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরি এটি। তবে এটি লিস্ট ‘এ’ ক্রিকেটের রেকর্ড হিসেবে গণ্য হবে না। এই টুর্নামেন্টের ম্যাচগুলোর লিস্ট ‘এ’ স্বীকৃতি নেই।
লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড নিউজিল্যান্ডের চ্যাড বোয়েসের। নিউজিল্যান্ডের ঘরোয়া একদিনের ম্যাচের টুর্নামেন্ট ফোর্ড ট্রফিতে গত অক্টোবরে ক্যান্টারবুরির হয়ে ওটাগোর বিপক্ষে ১০৩ বলে দুইশতে পা রাখেন তিনি। ভেঙে দেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ভারতের নারায়ন জাগাদিসানের ১১৪ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ড। ত্রিপুরার বিপক্ষে ২৩তম ওভারে উইকেটে যান রিজভি। তার সামনে বল ফেলার যেন জায়গা খুঁজে পাননি প্রতিপক্ষের বোলাররা। তাদের চোখের জল নাকের জল এক করে ডাবল সেঞ্চুরি তুলে নেন রিজভি।
উত্তর প্রদেশে রিজভিকে বলা হয় ‘ডানহাতি সুরেশ রায়না।’ গত আইপিএলের নিলামে তুমুল আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। ৮ কোটি ৪০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। আইপিএলে প্রথমবার ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই আফগান তারকা রাশিদ খানকে স্লগ সুইপে ছক্কায় উড়িয়ে সামর্থ্যের ঝলকও দেখান তিনি। পরে যদিও ভালো করতে পারেননি। সব মিলিয়ে ওই আসরে ৮ ম্যাচে করেন কেবল ৫১ রান। তাকে ছেড়ে দেয় চেন্নাই।
গত মাসে অনুষ্ঠিত ২০২৫ আইপিএলের মেগা নিলামে তাকে পেতে খুব একটা আগ্রহ দেখা যায়নি ফ্র্যাঞ্চাইজিদের। আগেরবার প্রায় সাড়ে আট কোটিতে দল পাওয়া ব্যাটসম্যানকে এবার মাত্র ৯৫ লাখ রুপিতেই পেয়ে যায় দিল্লি ক্যাপিটালস।
সম্প্রতি অবশ্য দুর্দান্ত ফর্মে আছেন রিজভি। অনূর্ধ্ব-২৩ রাজ্য ‘এ’ ট্রফিতে ডাবল সেঞ্চুরির আগের দুই ম্যাচে হিমাচল প্রদেশের বিপক্ষে ১১৪ বলে ১৫৩ ও পন্ডিচেরির বিপক্ষে ৬৯ বলে অপরাজিত ১৩৭ রানের ইনিংস খেলেছেন তিনি। এই তিন ইনিংসে ছক্কা মেরেছেন মোট ৪২টি। ৪ ম্যাচে ৫১৮ রান করে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ স্কোরার তিনিই।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ