ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু এক সপ্তাহের মধ্যেই পাল্টে গেল সব। গত রবিবারের ম্যানচেস্টার ডার্বি জয় এখন অতীত। ইউনাইটেড এই রবিবার ঘরের মাঠে হারল বোর্নমাউথের কাছে। ০-৩ গোলের হার নিয়ে মাঠ ছাড়লো কোচ রুবেন আমোরিমের দলকে। হেরে দর্শকদের দোষ দিলেন কোচ।
হারের পর সমর্থকদের ঘাড়ে দায় চাপালেন কোচ আমোরিম। তার দাবি, সমর্থকেরা চাপ তৈরি করে দিচ্ছেন ফুটবলারদের উপর। সেই চাপ সামলতে না পেরেই হেরেছে দল আমোরিম বলেন, “নিজেদের কাজে মন দিতে হবে আমাদের। স্টেডিয়াম কি চাইছে শুনলে হবে না। আমরা গোল করতে চেয়েছিলাম কিন্তু খুব চাপের মধ্যে ছিলাম। এই ভয়কে জয় করতে হবে। পেনাল্টিতে দ্বিতীয় গোল খাওয়ার পর আমাদের উচিত ছিল আরও ভাল ভাবে ম্যাচের রাশ নিজেদের পায়ে নেওয়া। পরিস্থিতি কঠিন ছিল। এমন পরিস্থিতি সামলাতে শিখতে হবে।”
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে বলের দখল রাখা এবং শট নেওয়ায় প্রতিপক্ষ বোর্নমাউথের চেয়ে বেশ এগিয়েই ছিল ইউনাইটেড। ৬০ শতাংশ বদলের দখল রেখে ২৩টি শট নিয়েছে তারা। কিন্তু ম্যাচ জেতার জন্য আসল যে কাজ সেই গোলটাই করতে পারেনি।
অন্যদিকে কম সুযোগ তৈরি করেও ঠিকই বাজিমাত করেছে এ মৌসুমের অন্যতম চমক বোর্নমাউথ। প্রথমার্ধে দলের হয়ে গোল করেন দেজান হুইসেন। আর দ্বিতীয়ার্ধের গোল দুটি করেছেন জাস্টিন ক্লুইভার্ট ও আন্তোনে সেমেনয়ু। এর আগে গত ডিসেম্বরেও লিগ ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে এসে একই ব্যবধানে ইউনাইটেডকে হারিয়েছিল বোর্নমাউথ।
বিডি প্রতিদিন/নাজমুল