বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ দুই টেস্টে মোহাম্মদ শামির খেলার সম্ভাবনা নিয়ে চলছিল আলোচনা। তবে এখনই জাতীয় দলে ফেরা হচ্ছে না তার। বাঁ হাঁটু ফুলে যাওয়ায় সিরিজের চতুর্থ ও পঞ্চম টেস্টের জন্য বিবেচনা করা হবে না অভিজ্ঞ এই পেসারকে।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, পুরোপুরি ফিট নন শামি। অ্যাঙ্কেলের সমস্যা পুরোপুরি কাটিয়ে উঠলেও বোলিংয়ের চাপের কারণে বাঁ হাঁটু ফুলে গেছে ৩৪ বছর বয়সী ক্রিকেটারের।
বিবৃতিতে বিসিসিআই লিখেছে, ‘রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিপক্ষে বাংলার ম্যাচে শামি ৪৩ ওভার বল করেছে। তার পরে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নয়টা ম্যাচেই খেলেছে। সেখানে টেস্ট ম্যাচের জন্য তৈরি হতে অতিরিক্ত বোলিং সেশন করেছে। তবে বোলিং করার সময় বাড়তি চাপ নেওয়ার কারণে ওর বাঁ পা হালকা ফুলে গেছে। দীর্ঘ দিন পর এত সময় ধরে বোলিং করার কারণে এই ফোলা ভাব প্রত্যাশিত।’
আরও বলা হয়, ‘শামিকে পর্যবেক্ষণ করার পর বোর্ডের চিকিৎসক দলের মনে হয়েছে, ওর হাঁটু সেরে উঠতে সময় লাগবে। বোলিংয়ের চাপ নিয়ন্ত্রণ করা দরকার। আনফিট থাকায় বর্ডার-গাওস্কর ট্রফির বাকি দুই টেস্টের জন্য ওর নাম বিবেচনা করা হয়নি।’
এর আগে গত বছর বিশ্বকাপ ফাইনালে ভারতের হয়ে শেষবার খেলেছিলেন শামি। গোড়ালির অস্ত্রোপচার হয় ফেব্রুয়ারিতে। তার পর নভেম্বরে বাংলার হয়ে প্রতিযোগিতামূলক খেলায় ফেরেন। কিন্তু একটানা খেলার পরে আবার চোট পেয়েছেন। তাকে বিজয় হজারের দলেও নেওয়া হয়নি।
আগামী বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট। পাঁচ ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা।
বিডি প্রতিদিন/এমএস