এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে রংপুরের বোলিং তোপে মাত্র ৬২ রানেই গুটিয়ে গেছে ঢাকা মেট্রোর ইনিংস।
আজ মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ে নামে রংপুর। মুকিদুল ইসলাম মুগ্ধ ও আলাউদ্দীন বাবুর আগুন ঝরা বোলিংয়ে পাঁচ ওভার না যেতেই ১৬ রানে ঢাকা মেট্রোর ৫ ব্যাটসম্যানকে সাজঘরে ফিরে যেতে হয়।
ঢাকার হয়ে নাইম ও ইমরান দলীয় ১০ রান পেরুবার আগেই ফিরে গেলে বিপর্যয় বাড়ে ঢাকা মেট্রোর। এরপর কিছুটা প্রতিরোধ করেন শামসুর রহমান শুভ। তিনিই দলের সর্বোচ্চ স্কোরার, করেছেন ১৪ রান। দলীয় ৩৩ রানে রিজওয়ানের শিকার হয়ে ফেরেন তিনি।
এরপর ঢাকার হয়ে দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন কেবল আবু হায়দার রনি। ৯ বলে ১৩ রান তার। মোসাদ্দেক হোসেন সৈকত ফেরেন মোটে ৬ রান করে। শেষ পর্যন্ত রনির ইনিংসে ভর করে পঞ্চাশ পার হয় ঢাকা। ইনিংসটা থেমেছে ৬২ রানে গিয়ে।
রংপুরের হয়ে ৩ টি করে উইকেট পেয়েছেন আলাউদ্দিন বাবু ও মুকিদুল মুগ্ধ। দুজনেই খরচ করেছেন ১২ রান। একটি করে উইকেট রবিউল হক, চৌধুরী রিজওান ও আরিফ আহমেদের।
বিডি প্রতিদিন/এমএস