মৌসুমের শুরুতে উড়তে থাকলেও মাঝপথে এসে সময়টা ভালো যাচ্ছে না বার্সেলোনার। ইতোমধ্যে লা লিগার শীর্ষস্থান হারিয়ে তিনে নেমে এসেছে দলটি। মূলত চোটের কারণে খেলোয়াড়েয়া ছিটকে যাওয়ার এমন হাল তাদের। এবার সে তালিকায় যোগ দিলেন ফেররান তোরেস।
লা লিগায় নিজেদের শেষ ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ শেষে পেশীতে অস্বস্তি বোধ করছিলেন তোরেস। প্রাথমিকভাবে চোট গুরুতর কিছু মনে হয়নি। মঙ্গলবার সকালে ডক্টর প্রুনার তত্ত্বাবধানে আরেক দফা পরীক্ষা করার পর চোট নিশ্চিত হওয়া যায়।
ডান পায়ের সোলেস পেশীতে সমস্যা ধরা পড়েছে তোরেসের। চোট হালকা হলেও কোপা দেল রে'র ম্যাচে বারবাস্ট্রোর বিপক্ষে পাওয়া যাবে না তাকে। এমনকি অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে খেলতে পারবেন কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে।
দারুণ ছন্দে থাকা এই স্প্যানিশ ফরোয়ার্ড প্রায়ই সুপার সাব হয়ে বার্সার অনেক ম্যাচের ত্রাতা হয়ে উঠেছিলেন। মৌসুমে এবার মাত্র একবার শুরু করলেও পাঁচ ম্যাচে ৪টি গোল করেছেন তিনি।
এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বার্সা জানিয়েছে, তোরেস গত শনিবারের ম্যাচে পেশীতে অস্বস্তি নিয়ে শেষ করেছিলেন। এই অস্বস্তির ধারাবাহিকতার পরিপ্রেক্ষিতে, তার একটি এমআরআই করা হয়। ডান পায়ের সোলেস পেশীতে একটি ছোট আঘাত পেয়েছেন। আঘাত কাটিয়ে ওঠার ভিত্তিতে তাকে পাওয়ার বিষয়টি নির্ধারিত হবে।
দলের নিয়মিত গোলরক্ষক স্টেগান ও তরুণ তারকা মার্ক বার্নালকে হারিয়েছে বার্সা। আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনকে এই মৌসুমে এখনও পায়নি ক্লাবটি। লামিনে ইয়ামাল ও হেক্টর ফোর্টও ছিটকে গেছেন এক মাসের জন্য।
বিডি প্রতিদিন/কেএ