পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন মৌসুমের প্লেয়ার্স ড্রাফটে নাম দিয়েছেন মুস্তাফিজুর রহমান। এবার আইপিএলের সময়ে চলবে পিএসএল। আইপিএলে মুস্তাফিজ অবিক্রীত থাকায় তাকে দলে টানার ব্যাপারে আগ্রহী হতে পারে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলো।
পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি চলবে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের শুরুর সময় পর্যন্ত। যে কারণে এবার পিএসএল মাঠে গড়াবে আইপিএলের সময়ে। পরের মৌসুমগুলোতেও আইপিএলের সময়েই পিএসএল আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এতে করে আইপিএলে দল না পাওয়া ক্রিকেটারদের দলে ভেড়ানোর সুযোগ পাবে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলো।
পিএসএলের আগে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে আট দল। সেখানে বাংলাদেশের স্কোয়াডে নিশ্চিতভাবেই থাকবেন মুস্তাফিজ। এই টুর্নামেন্টে আলো ছড়াতে পারলে পিএসএলে দল পাওয়ার সম্ভাবনা বাড়বে মুস্তাফিজের।
আইপিএলের সর্বশেষ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন মুস্তাফিজ। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লী ক্যাপিটালসের জার্সিতে আইপিএল মাতিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/কেএ