আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের দলে রয়েছে একাধিক চমক। আইসিসির ইভেন্টে প্রথমবার ডাক পেয়েছেন ম্যাট শর্ট এবং অ্যারন হার্ডি। দলের বেশ বৈচিত্র দেখিয়েছে অজি বোর্ড। এবারের দল অন্যবারের থেকে একটু আলাদা, কারণ অনেক বেশি অলরাউন্ডার রয়েছে এই স্কোয়াডে। দুই বারের চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী অস্ট্রেলিয়া দলের বোলিং আক্রমণ সাজানো হয়েছে পেসারদের প্রাধান্য দিয়ে। কামিন্স, হ্যাজলউড ছাড়াও আছেন মিচেল স্টার্ক ও নাথান এলিস। স্পিনার মাত্র একজন—অ্যাডাম জাম্পা।
ক্যামেরন গ্রিনের চোট রয়েছে, ডেভিড ওয়ার্নার অবসর নিয়েছেন এবং সিন অ্যাবট এমনিই বাদ পড়েছেন দল থেকে। দলকে নেতৃত্ব দেবেন প্যাট কামিন্সই, যদিও তার গোড়ালির চোট নিয়ে চিন্তায় রয়েছে জর্জ বেলির নির্বাচক কমিটি।
ফেব্রুয়ারির ১৯ তারিখে পর্দা উঠছে চ্যাম্পিয়নস ট্রফির। যা চলবে ৯ মার্চ পর্যন্ত। অস্ট্রেলিয়া রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির বি-গ্রুপে। তাদের সঙ্গে রয়েছে আফগানিস্তান, ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা।
তাদের গ্রুপের রাউন্ড রবিন ম্যাচ হবে রাওয়ালপিন্ডি এবং লাহোরে। দ্বিতীয়বার বাবা হতে চলা প্যাট কামিন্স আপাতত শ্রীলঙ্কা সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন। সতীর্থ জোরে বোলার হেজেলউড কাফ মাসেলের চোট কাটিয়ে মাঠে ঢুকতে চলেছেন। মিচেল মার্শকেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফিরিয়ে নেওয়া হয়েছে।
প্রধান নির্বাচক জর্জ বেইলি খেলোয়াড় বাছাই নিয়ে বলেন, ‘সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ, গত বছরের সফল ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফর এবং পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক হোম সিরিজের সঙ্গে জড়িয়ে থাকা মূল খেলোয়াড়দের নিয়ে অভিজ্ঞ ও সামাঞ্জস্যপূর্ণ একটি স্কোয়াড গড়া হয়েছে। পাকিস্তানের কন্ডিশন ও প্রতিপক্ষ বিবেচনায় নিয়ে একাদশ সাজানোর জন্য বৈচিত্র্যময় সুযোগ পাবে টিম ম্যানেজমেন্ট।’
অস্ট্রেলিয়া স্কোয়াড:
প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।
বিডি প্রতিদিন/নাজিম