মালয়েশিয়ার মাটিতে শনিবার থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬২ রানের সংগ্রহ পায় লঙ্কান মেয়েরা। জবাবে মাত্র ২৩ রানে অলআউট হয়ে যায় মালয়েশিয়া, যা টুর্নামেন্ট ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড।
এদিন শ্রীলঙ্কার পক্ষে দাহানি সানেতমা সর্বোচ্চ ৫৫, সঞ্জনা কাভিন্দি ৩০ এবং হিরুনি হানসিকা শেষদিকে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলেন। লক্ষ্য তাড়ায় নেমে মালয়েশিয়ার মেয়েরা মাত্র ১৪.১ ওভার টিকতে পেরেছে। দ্বিতীয় ওভারে তাদের দুটি উইকেট তুলে নেন লঙ্কান বাঁ-হাতি স্পিনার চামোদি প্রাবোদা। ২ রানে ৩ উইকেট হারানো স্বাগতিকরা ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি। মালয়েশিয়ার ৬ ব্যাটারই আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। ওপেনার নূর আলিয়া ৭ এবং সুয়াবিকা মানিভানাম ৬ রান বাদে তিন ব্যাটারের ব্যাটে এসেছে একটি করে রান। ফলে সর্বসাকুল্যে তাদের সংগ্রহ দাঁড়ায় ২৩ রান।
১৩৯ রানের বিশাল ব্যবধানে জিতে বয়সভিত্তিক বিশ্বকাপ আসর শুরু করেছে শ্রীলঙ্কা। তাদের পক্ষে প্রাবোদা ৩ এবং মানুদি নানায়াক্কারা ও লিমানসা থিলেকারত্নে ২টি করে উইকেট শিকার করেছেন। মালয়েশিয়ার এমন অলআউট হওয়ার নজির আছে আরও। বাংলাদেশের বিপক্ষে গত এশিয়া কাপে ২৯ রানে অলআউট হয়েছিল দলটি।
বিডি প্রতিদিন/নাজিম